মোরেলগঞ্জে এক বিধবাকে মারধরসহ বসত বাড়িতে ভাঙচুর

আপডেট: January 25, 2024 |
inbound2235576281763495954
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের উত্তর সরালিয়া এলাকায় এক বিধবা মহিলাকে মারধর বসতবাড়িতে হামলাও ভাঙচুর চালিয়েছে প্রতিবেশী সাকিব ও তার লোকজনেরা।

এ ব্যাপারে ভুক্তভোগী বিধবা মহিলা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

inbound6438109342504755106

অভিযোগ সূত্রে জানা গেছে, মৃত তাহের আলী শেখের স্ত্রী পিয়ারা বেগম বাড়িতে একাকী বসবাস করে আসছেন, এবং বাড়ির সামনে একটু ঝুপড়ি দোকানে চা পান বিক্রি করে সংসার চালিয়ে আসছেন।

প্রতিবেশী শুকুর মোল্লার ছেলে সাকিব ও রাকিব বিভিন্ন সময় বিধবা পিয়ারাকে হয়রানি করে চলছে। তারা বাড়ির সীমানা নিয়ে সব সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পিয়ারা কে গালিগালাজ সহ হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে।

ঘটনার দিন ২৪ জানুয়ারি বিকেলে সাকিবের নেতৃত্বে রাকিব ও বেল্লাল দেশীয় অস্ত্রশস্ত্র, লোহার রড, লাঠি লাঠিসোটা নিয়ে পিয়ারার বসতবাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করে আহত করেছে এবং বাড়ির সীমানা ঘেরাবেড়া ভাঙচুর চালিয়েছে।

বিধবা পিয়ারার আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী পিয়ারা বেগম সাকিব, রাকিব ও বেল্লাল শেখ কে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর