বিপিএলের সেরা চার দলের প্রথম কোয়ালিফায়ার লড়াই শুরু

আপডেট: February 26, 2024 |
boishakhinews 153
print news

 

শুরু হয়ে গেছে বিপিএলের সেরা চার দলের লড়াই। এলিমিনেটর ম্যাচে ইতিমধ্যে আজ মুখোমুখি হয়েছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল। ফলাফল বরিশাল ৭ উইকেটে জয়ী। অপর ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যা ৬:৩০ মিনিটে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সাধারণত এই দুই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে কারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল।
সেরা চারে থাকা দলগুলোর মাঝে শেষ দুটি দলের মধ্যকার খেলাই হলো এলিমিনেটর ম্যাচ। এই ম্যাচে যে হারবে সে এবারের বিপিএল আসর থেকে বিদায় নিবে। আর জিতে যাওয়া দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

তাই বলা যায়, এই ম্যাচ ছিলো চট্টগ্রাম ও বরিশালের জন্য বাঁচা মরার লড়াই। ফলস্বরূপ তামিম-কাইল মেয়ার্স ঝড়ে টিকতে না পেরে এবারের বিপিএলের আসর থেকে বিদায় নিলো চট্টগ্রাম এবং দ্বিতীয় কোয়ালিফায়ারের প্রথম দল হিসেবে নিজেদের অবস্থান গড়লো ফরচুন বরিশাল। আবার হাফ সেঞ্চুরির পাশাপাশি বিপিএলের এবারের আসরের প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ রান ছাড়ালো তামিম ইকবাল।
অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুটি দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এই ম্যাচে যে জিতবে সে হবে ফাইনালে যাওয়া প্রথম দল। আর হেরে যাওয়া দলের জন্য ফাইনালে যাওয়ার শেষ সুযোগ হিসেবে থাকছে দ্বিতীয় কোয়ালিফায়ার। এই ম্যাচে জিতলেই পাওয়া যাবে ফাইনালে খেলার সুযোগ।
দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।

Share Now

এই বিভাগের আরও খবর