মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

আপডেট: April 6, 2024 |
inbound6464960746733752012
print news

রাজধানীর মোহাম্মদপুরে এসপিবিএনের সদস্যদের বহন করা একটি গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে মোহাম্মদপুর টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর অজ্ঞাত ওই নারী রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় এসপিবিএন সদস্যদের বহন করা একটি গাড়ি বছিলা থেকে আসাদগেটের দিকে দ্রুতগতিতে আসার পথে রিকশাকে ধাক্কা দেয়।

এতে ওই নারী রিকশা থেকে ছিটকে গাড়ির চাকার নিচে পড়ে যায়। গাড়িটি তখন না থেমে নারীকে চাপা দিয়েই পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনার পর মফিজুর রহমান নামে এসপিবিএনের এক সদস্য ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে উত্তেজিত জনতা তাকে সিএনজিচালিত অটোরিকশার ভেতরে অবরুদ্ধ করে মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল হক ভূঞা বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখান থেকে নারীর মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখনও কোনো মামলা বা কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

Share Now

এই বিভাগের আরও খবর