পাহাড়ে যৌথ অভিযান চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে : কাদের

আপডেট: April 6, 2024 |
inbound1686420107837763582
print news

সম্প্রতি বান্দরবানের ঘটনার কথা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পাহাড়ে যৌথ অভিযান চলছে, আশা করি পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।

আজ শনিবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় ঢাকায় যানজট নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, রাজধানীতে এখন কোনো যানজট নেই, থাকবে না। রাজধানী খালি হয়ে গেছে।

এছাড়া ঈদযাত্রায় সহজ করতে কী কী ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, কী কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা আপনারা জানেন। প্রত্যেক ব্যস্থার বিষয়েই সাংবাদিকদের তা জানানো হয়েছে।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘যে যা বলেছেন, সবই আপনারা পেয়েছেন। যখন সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ, তাও আপনাদের জানানো হয়েছে পরিষ্কারভাবে।’

তবে যানজট নিরসনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ঈদের পরে প্রশ্ন করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘এটা আপনারা ঈদের পরে প্রশ্ন করতে পারেন। গাড়ির চাপ আছে, কিন্তু যানজট নেই, এটা আমি বলতে পারবো।’

Share Now

এই বিভাগের আরও খবর