বগুড়ায় অভিনব কায়দায় ফেনসিডিল বহনের সময় আটক ২ জন

আপডেট: April 9, 2024 |
inbound8403436027805887624
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে সদরের নামাজগড় এলাকায় অভিযান চালিয়ে ২৭০ পিস ফেন্সিডিল ও একটি প্রাইভেট কার সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

inbound4022208342813177703

ধৃত আসামিদেরকে ৮ এপ্রিল সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

০৭ এপ্রিল (রোববার) দিবাগত রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার সুূদীপ কুমার চক্রবত্তীর সার্বিক দিক নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) সাইহান ওলিউল্লাহ এর তত্বাবধানে এসআই (নিঃ) বেদার উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বগুড়া সদর থানাধীন নামাজগড় চাচা পাগলার মাজার সংলগ্ন ০৪ নং গলির ভিতর জনৈক ফারুক এর চার তলা আল আকসা ট্রেডার্স বিল্ডিংয়ের নিচে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নিলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন পারাগ্রাম(ধাইজানপাড়া) এলাকার মোঃ জাহিদুল ইসলামের ছেলে মোঃ সুৃমন সরকার(৩৭) এবং একই জেলা ও থানার খামারগাড়া(ডাঙ্গাপাড়া) গ্রামের মোঃ সোবরাব আলীর ছেলে মোঃ রওশন আলী (৪২)।

পুলিশ জানায় আসামিদেরকে জিজ্ঞাসাবাদে ধৃত আসামি মোঃ সুমন সরকারের দেখানো মতে ঘটনাস্থলে তাদের হেফজতে থাকা একটি নীল রংয়ের পাইভেট কার যাহার রেজিঃ নং ঢাকা-মেট্রো-গ- ১৭-৯৭৩৯ এর পিছনের ডালা হইতে দুটি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর, প্রতিটি বস্তায় ১৩৫ বোতল করে সর্বমোট ২৭০ (দুইশত সত্তর) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইহান ওলিউল্লাহ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, ধৃত আসামি সুমন সরকার ও রওশন আলী’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্ব আজ সোমবার দুপুরের পর তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর