ঠাকুরগাঁওয়ে পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট: May 12, 2024 |
inbound6885148475561012440
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এস এসএসসি পরীক্ষায় ফেল করায় মিতু আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

১২ই মে (রবিবার) হরিপুর উপজেলার কামারপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিতু আক্তার কামারপুকুর গ্রামের মুসা আলীর মেয়ে ও কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল মিতু।

পরীক্ষায় পাস করতে না পেরে সকলের অগোচরে কোনো এক সময় ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

বাবা মায়ের তিন ছেলে-মেয়ের মধ্যে মিতু তাদের দ্বিতীয় সন্তান। মেয়ের এমন মৃত্যুতে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এবার কামার পুকুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল মিতু।

হরিপুর থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর