জয়পুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

আপডেট: June 1, 2024 |
inbound304452473070287060
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য, এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণী সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

জেলা ট্রেনিং অফিসার ডাঃ খুরশিদ আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) আফজালুর ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা প্রাণী সম্পদ অফিসার মহির উদ্দিন, সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জিয়াউর রহমান, জয়পুরহাট ডেইরী ফারমার্স এ্যাসোসিয়েশন এর সভাপতি সাদমান আলিফ মিম রায়হান জয় প্রমুখ।

অনুষ্ঠান শেষে কুইজ, রচনা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন অতিথিরা। পরে সচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর