গলাচিপায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

আপডেট: June 5, 2024 |
inbound5101453043527669839
print news

আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” প্রতিপাদ্যার মধ্যে দিয়ে পটুয়াখালীর গলাচিপায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে৷

বুধবার (৫ জুন) গলাচিপা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদে মিলনায়তনে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজাউল কবির, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা ইসমত আরা।

সভা সঞ্চালনা করেন প্রেসক্লাব সভাপতি মু : খালিদ হোসেন মিলটন।

এ সময় বিভিন্ন সামজিক সংগঠন, এনজিও সংগঠন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন, রোভার স্কাউটস, স্কুলের শিক্ষার্থীরা, বন বিভাগের কর্মকর্তারা, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর