পরিবহনে অবৈধ চাঁদাবাজি, আটক ০১


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার বনানী এলাকায় ঢাকা- রংপুর মহাসড়কের পরিবহনে চাঁদাবাজিকালে মোঃসুজন হোসেন(৩৪)নামে একজনকে গ্রেফতার করেছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ।
০৫ জুন (বুধবার)ভোর সাড়ে ৪টার দিকে বগুড়ার বনানী নামক স্হানে ঢাকা-রংপুর মহাসড়কে পরিবহনে চাঁদাবাজি করার মোঃ সুজন হোসেনকে আটক করে পুলিশ।
আটককৃত সুজন হোসেন বগুড়া জেলা সদর থানার লতিফপুর এলাকার মানিক মিয়ার ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছে কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী’র নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করা হচ্ছে,এমন তথ্য জানতে পায় হাইওয়ে পুলিশ।
এমন তথ্যের ভিত্তিতে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের নেতৃত্বে একটি টিম বগুড়ার বনানী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পরিবহনে চাঁদাবাজি করা অভিযোগে সুজন হোসেনকে আটক করা হয়। এসময় তাঁর নিকট থেকে চাঁদাবাজির নগট টাকা ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এবিষয়ে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।