বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে প্রাণহানি মামলায় চালক গ্রেফতার

আপডেট: June 10, 2024 |
inbound5438463209372464659
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে চাকায় পৃষ্ট হয়ে আব্দুস সালাম(৪৪) নামে একজন মারা যায়।

পরে সড়ক আইনে মামলা হলে ঘাতক ট্রাক্টর চালক মোঃরব্বানী (২৯) কে গ্রেফতার করে র‍্যাব।

০৯ জুন (রোববার) রাত্রি অনুমান ০১.০৫ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক ট্রাক্টর চালক মোঃরব্বনী কে নওগাঁ সদর থানাধীন আদমদূর্গাপুর এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-১২ বগুড়া।

গ্রেফতারকৃত আসামী রব্বানী বগুড়া জেলা আদমদীঘি উপজেলাধীন ছাতিয়ানগ্রাম এলাকার মোঃ নূর ইসলামের ছেলে।

র‍্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন আজ দুপুরের পর এক প্রেস রিলিজে এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাবের পাঠানো প্রেস রিলিজে বলা হয়,গত ০৫ মে- ২০২৪ইং তারিখে আদমদীঘি উপজেলার আদমদীঘি উপজেলার শিহাড়ী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ভিকটিম আব্দুস সালাম ওই দিন সকাল অনুমান ৮টার দিকে নশরতপুর বাজারে দোকানের বকেয়া টাকা উঠানোর জন্য দোকানে তার ছেলেকে রেখে একাই সকাল সাড়ে ৯ টায় তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে নশরতপুর বাজার হতে কন্দগ্রামে যাওয়ার পথে আদমদীঘি থানাধীন কুন্দগ্রাম ইউপিস্হ মটপুকুরিয়া ও নিমকুড়ি রাস্তায় অনুমান সকাল ১০ঘটিকায় পৌঁছা মাত্র ইট ভর্তি ট্রাক্টার অজ্ঞাতনামা চালক বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে ট্রাক্টার চাকা দ্বারা আব্দুস সালামকে পৃষ্ঠ করে চালক পালিয়ে যায়।

এর পেক্ষিতে আদমদীঘি থানার মামলা নং-০৬,তারিখ ০৫-০৫-২৪ ধার-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ রুজু হয়। উক্ত ঘটনার পরপরই র‍্যাব-১২ বগুড়া,ওই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সহিত সমন্বয় করত: ছায়াতদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২,বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রুজুকৃত ক্লুলেস মামলার তদন্তে প্রাপ্ত আসামী নওগাঁ সদর থানা এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে ১০ জুন রাত্রি অনুমান ০১.০৫ ঘটিকায় নওগাঁ সদর থানাধীন আদমদূর্গাপুর এলাকায় অভিযান চালিয় ট্রাক্টার চালক রব্বানীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডা পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর