গলাচিপায় রূপান্তর আস্থা প্রকল্পের হুইসেল ব্লোয়ার সভা অনুষ্ঠিত

আপডেট: July 13, 2024 |
inbound169574475880426606
print news

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রূপান্তর আস্থা প্রকল্পের আয়োজনে হুইসেল ব্লোয়ার সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৩জুলাই ২০২৪ সকালে উপ‌জেলার গলাচিপা সরকারি কলেজের মাল্টিমিডিয়া হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. ফোরকান ক‌বির।

বি‌শেষ অতিথি প্রভাষক মো. কাওসারুল আলম ও সাংবা‌দিক আ‌রে‌ফিন লিমন। রূপান্ত‌রের ফিল্ড অ‌ফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মো. তৌ‌ফিক হাসান ।

সভার শুরুতে শুভেচ্ছা বক্তৃতা দেন উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মো. তৌ‌ফিক হাসান।

সভায় আলোচনা ক‌রেন যুব সংগঠক ‌মো. সফরউ‌দ্দিন মিকাইল, সুখী আক্তার, এহ‌তেশাম আহ‌মেদ, ইশারাত জাহান ও মো. তানভীর আহ‌মেদ তা‌মিম।

সভার সিদ্ধান্তনুসা‌রে উপ‌জেলার সকল ইউ‌নিয়‌নে হুই‌সেল ব্লোয়ার সদস্যদের কার্যক্রম গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর