হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির

আপডেট: July 18, 2024 |
inbound9206499985318523403
print news

মালয়েশিয়ার প্রায় ১শ’ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ‘একটানা কাশির জন্য’ সোমবার হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার তার এক সহযোগী এএফপি’কে এ কথা জানিয়েছেন।

সুফি ইউসুফ বলেছেন, ‘আগামী কয়েকদিন মাহাথিরের চিকিৎসা করা হবে বলে আশা করা হচ্ছে।’ দুই বারের প্রধানমন্ত্রী মাহাথির গত সপ্তাহে ৯৯ বছরে পা রেখেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে তিনি বেশ কয়েকটি হার্টের সমস্যায় ভুগছেন এবং বাইপাস সার্জারি করেছেন। চলতি বছরের শুরুতে প্রায় তিন মাস হাসপাতালে কাটিয়েছেন তিনি।

১৯২৫ সালের ১০ জুলাই জন্মগ্রহণকারী, মাহাথির দুইবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশের চতুর্থ জাতীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর তিনি ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ৯২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র: বাসস

Share Now

এই বিভাগের আরও খবর