দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, নারীসহ আহত অর্ধশত

আপডেট: July 30, 2024 |
inbound945660227076359544
print news

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নির্মাণাধীন সরকারি পাকা রাস্তায় কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে নেত্রকোনার কেন্দুয়ায় দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত অর্ধশত লোকজন।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলের দিকে উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ হলেন, ইনচান আকন্দ (৬০)। তিনি পিজাহাতি (মাইজপাড়া) গ্রামের মৃত ফালু আকন্দের ছেলে। আহতদের মধ্যে লিপি আক্তার (৪০), নূপুর আক্তার (১৬), সানাউল কবির ডালিম (৪৫), আসাদ মিয়া (৪২), রাসেল মিয়া (২৮), রবি মিয়া (২৫) ও বাবলু বাঙ্গালী (৩৫) সহ অন্তত ২০ জনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্য আহতরা বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, পিজাহাতি গ্রামের নির্মাণাধীন পাকা রাস্তায় বেশ কয়েকটি কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে পিজাহাতি গ্রামের বাসিন্দা ঠিকাদার রেজাউল করিম ভূইয়া সুমনের সাথে সম্প্রতি একই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদের বিরোধ দেখা দেয়।

এ নিয়ে বেশ কিছুদিন যাবত উভয়পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় উত্তেজনা চলছিল। এরইজেরে মঙ্গলবার বিকেল ৪টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রাদি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে ঘটনাস্থলেই  বৃদ্ধ ইনচান আকন্দ নিহত হন এবং উভয়পক্ষের নারীসহ কমপক্ষে অর্ধশত লোকজন আহত হন।

এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Share Now

এই বিভাগের আরও খবর