অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোরশেদের পদত্যাগ

আপডেট: August 6, 2024 |
inbound5500698412354614419
print news

ব্যক্তিগতকারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। মঙ্গলবার (৬ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দেন শেখ মোহাম্মদ মোরশেদ।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে শেখ মোহাম্মদ মোরশেদ বলেন, ‘ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগপত্র দিয়েছি।’

২০২১ সালের ২৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হলো। ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে তিনি ক্ষমতায় বসেছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর