বাধ্যতামূলক অবসরে পুলিশের দুই শীর্ষ কর্মকর্তা

আপডেট: August 27, 2024 |
inbound4194958234241882637
print news

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায় ও ডিআইজি মোজ্জাম্মেল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়। প্রজ্ঞাপনগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।

কৃষ্ণ পদ রায় পুলিশ সদর দপ্তরে এবং মোজাম্মেল হক খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হয়েছে। তবে তারা বিধি অনুযায়ী অবসরজনিত ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

Share Now

এই বিভাগের আরও খবর