কোনো চাঁদাবাজ যেন আশ্রয় না পায়, সেজন্য জামায়াতের নেতাকর্মীরা পাহারা দেবেন

আপডেট: September 15, 2024 |
inbound8480955742849812849
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে চাই আমরা।

সবাই ঐক্যবদ্ধ হয়ে গ্রামেগঞ্জে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলবেন। কোন চাঁদাবাজ যেন আশ্রয় না পায় সেজন্য জামায়াতের নেতাকর্মীরা পাহারা দিবেন।

বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি গোহাটি মাঠে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশে কেন্দ্রীয় জামায়াত ইসলামির কেন্দ্রীয়  শূরা সদস্য ও জেলা জামায়াতের  আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ এসব কথা বলেন।

পাঁচবিবি পৌরসভা ও বালিঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাঁচবিবি পৌর জামায়াতে ইসলামীর আমির মো: আবুল বাশারের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর ডাঃ সুজাউল করিম, সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, জেলা শিবিরের সাবেক সভাপতি আব্দুল খালেক সহ বিভিন্ন নেতৃবৃন্দরা।

Share Now

এই বিভাগের আরও খবর