বগুড়ায় শহীদ রাতুলের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

আপডেট: September 25, 2024 |
inbound1742879343979383242
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্র শহীদ জুনায়েদ ইসলাম রাতুলের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বগুড়া জেলা প্রশাসক।

২৫ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে শহীদদের গুলিতে শহীদ জুনায়েদ ইসলাম রাতুলের বাবা জিয়াউর রহমানের হাতে ৫০(পঞ্চাশ) হাজার টাকার চেক তুলে দেন।

এসময় জেলা প্রশাসক হোসনে আফরোজা বলেন,ছোট্ট রাতুল এখন জাতির শ্রেষ্ঠ সন্তান। সে শুধু বগুড়ার নয় গোটা দেশের সম্পদ।

রাতুলের মত আরো অনেকের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সবাই মিলে দেশটাকে নতুন করে গড়ে তুলতে পারলেই শহীদের আত্মা শান্তি পাবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিমসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও শহীদ রাতুলের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন বিকেলে বিজয় মিছিল নিয়ে বগুড়া শহরের জিরোপয়েন্ট সাতমাথার দিকে আসার সময় বড়গোলা এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয় স্কুলছাত্র রাতুল।

চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে রাতুলের মৃত্যু হয়। নিহত রাতুল বগুড়ার পথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো।

Share Now

এই বিভাগের আরও খবর