জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন

আপডেট: October 24, 2024 |
inbound2447686564175362137
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী  সুরক্ষা কর্মসূচী ‘অধিকার এখানে এখনই প্রকল্পের আওতায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করা হয়।

এ উপলক্ষে বুধবার দুপুরে  জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়।

কন্যা শিশুদের নিয়ে “ভবিষ্যতে তুমি নিজেকে কিভাবে দেখতে চাও” তা নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সেই সাথে “কন্যা শিশুর প্রতি বৈষম্য প্রতিরোধে  আইনি পদক্ষেপি যথেষ্ট নয়, সামাজিক সচেতনতা প্রয়োজন” এই বিষয়টি নিয়ে  স্কুল শিক্ষার্থী, ইয়ুথ, স্কুল শিক্ষক, অভিভাবক ও সরকারি কর্মকর্তাদের অংশ গ্রহণে  প্যানেল আলোচনা করা হয়।

আলোচনা সভায় ইয়ুথ সদস্য হাজেরা বিবির সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল।

ইয়ুথ সদস্য দীপক চক্রবর্তী ও রুবেল আহমেদ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাকের জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর, সিভিল সার্জনের অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতী রায়, তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব মন্ডল,  জেলা যুব সংগঠক সম্রাট হোসেন, নারী উদ্যোক্তা সুফিয়া সুলতানা।

অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রকল্পটির এরিয়া কো-অর্ডিনেটর মাধুরি সূত্রধর জানান, কন্যা শিশুদের ভবিষ্যৎ স্বপ্ন এবং চ্যালেঞ্জগুলো নিয়ে সচেতনতা তৈরির মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী করে তোলা ও সামনে সুযোগ নিশ্চিত করার লক্ষে ও কন্যা শিশুরা কিভাবে ভবিষ্যৎকে  কিভাবে দেখতে চায় এবং তাদের সম্ভাবনার  ও দাহিদার প্রতি সমাজের মনোযোগ আকর্ষণ করা এতে করে কন্যা শিশুর অধিকারের গুরুত্ব ও তাদের ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে সেই সাথে সফল  গালস ইয়ুথ (শ্যাডো লিডার) ও নারীদের সফলতার কাহিনীর মাধ্যমে তরুণ কন্যা শিশুরা উৎসাহিত হবে এবং তাদের নিজের স্বপ্ন পূরণের জন্য অনুপ্রেরণা পাওয়ার উদ্দেশ্যে এবং
কন্যা শিশুরা তাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করার  সুযোগ পাবে এতে করে তাদের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পাবে   সেই লক্ষ্য ও উদ্দেশ্য ও অর্জনের জন্যই  আজকের এই প্রোগ্রাম বলে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর