সাতক্ষীরায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: November 7, 2024 |
inbound4046531806165573044
print news

সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে সাতক্ষীর সদর উপজেলার বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সাতক্ষীরা জেলার তালা থানার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভোরে সদর উপজেলার বিসিক এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়ে গেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

Share Now

এই বিভাগের আরও খবর