জয়পুরহাটে অটোরিকশা চালক হত্যা মামলার ৬ ঘন্টা পরে দুই হত্যাকারী গ্রেফতার

আপডেট: November 15, 2024 |
inbound1785951218531415139
print news

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে চাঞ্চল্যকর ক্লুলেস অটোরিকশা চালক দীলিপ হত্যা মামলার ৬ ঘণ্টার মধ্যে দুই হত্যাকারিকে গ্রেফতার করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ। একই সময়ে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ  শাহেদ আল মামুন।

সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্স জেলার পাঁচবিবি থানার চান পাড়া এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চালক দীলিপ চন্দ্র বর্মন হত্যার দুই মূল আসামি ইমান আলী (২২) ও এনামুল হোসেন (২১) কে গ্রেফতার করে এবং হত্যার সময় ছিনতাই হওয়া অটোরিকশা ও তার ব্যবহিত ফোন উদ্ধার করেন।

গ্রেফতারকৃত ইমান আলী জয়পুরহাট শহরের বিহারি পাড়ার খলিলুর রহমানের ছেলে এবং এনামুল হোসেন মাগনিপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। এই হত্যাকান্ডের দায় তারা প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে।

গত ১৪ নভেম্বর রাতে জয়পুরহাট সদর উপজেলার হাতিল মাগনিপাড়া এলাকায় অটোরিকশা চালক দীলিপকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে গ্রেফতারকৃত আসামিরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

Share Now

এই বিভাগের আরও খবর