শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করলে, রাশিয়া পাঠিয়ে দেব: হাসনাত

আপডেট: November 16, 2024 |
inbound8360266373545345991
print news

শেখ হাসিনা বাংলাদেশে ফেরার চেষ্টা করলে তাঁকে রাশিয়া পাঠিয়ে দেয়া হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সংগীতশিল্পী আসিফ আকবরের গান পরিবেশনের ফাঁকে মঞ্চে ওঠেন হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘শেখ হাসিনা যদি দেশে ফিরে আসার চেষ্টা করেন, তাহলে তাঁকে অতিথি পাখির মতো রাশিয়ার আরেক প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে।’

হাসনাত বলেন, ‘আজকে স্বাধীন বাংলাদেশের আমরা নিজের মতো করে ‘ট্যাগের’ ঊর্ধ্বে কথা বলতে পারছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল এই আন্দোলনের দ্বিতীয় লেলিনগ্রাদ।

আমরা এখান থেকে হাসিনাকে উৎখাত করেছি। আমরা সারা-দিন ঝগড়া করব, কিন্তু যখন আওয়ামী লীগ আসতে চাইবে, তখন সবাই একত্রিত হয়ে তাদের সীমান্তের ওপারে পাঠিয়ে দেব।’

গত বৃহস্পতিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব শুরু হয়। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে আসিফ আকবর, তানজির তুহিন, রাফাসহ একাধিক শিল্পী সঙ্গীত পরিবেশন করেন।

Share Now

এই বিভাগের আরও খবর