এবার আবু সাঈদের নামে যমুনা সেতুর নামকরণের দাবি

আপডেট: November 17, 2024 |
inbound1498697017252270649
print news

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আমি মনে করি রংপুরবাসীর জন্যে সবচেয়ে বেশি গৌরবের নাম আবু সাঈদ।

এই সরকারের কাছে আমি আগেও দাবি করেছি, আজকে আবার নতুন করে দাবি করতে চাই অতিসত্বর যমুনা সেতুর নামকরণ পরিবর্তন করে এটাকে শহিদ আবু সাঈদ সেতু নামকরণ করা হোক।’

শুক্রবার (১৫ নভেম্বর) রংপুরে শহিদ আবু সাঈদের কবরে শ্রদ্ধাঞ্জলি ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে বিফ্রিংকালে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, শহিদ আবু সাঈদের নামে সেতুটির নামকরণ করা হলে আমি মনে করি উত্তরবঙ্গের মানুষের দুঃখ-বেদনা কিছুটা হলেও লাঘব হবে।

কারণ যে মুহূর্তে আপনি এই সেতু পার হবেন তখনি আপনার মনে পড়বে শহিদ আবু সাঈদের সেই মহান শাহাদাতের কাহিনি।

তিনি আরও বলেন, কোন যোগ্যতার ভিত্তিতে কে উপদেষ্টা হচ্ছেন এটা অধ্যাপক ইউনূস সাহেব ও ওনার যারা বুদ্ধিদাতারা আছেন তারাই ভালো বলতে পারবেন।

তবে আমি মনে করি উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গের রিপ্রেজেন্টেশন নেই, এটা খুব দুর্ভাগ্যজনক।

Share Now

এই বিভাগের আরও খবর