মিরপুরে টিসিবি’র পণ্য আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই নারীর

আপডেট: November 27, 2024 |
inbound5670671112448671010
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে টিসিবি পণ্য কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছবেলা খাতুন ও মরিয়ম নামে দুই নারী। আহত হয়েছেন আরও দুজন নারী।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি জেলার মিরপুর উপজেলার কবরবাড়িয়া গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার সকালে জেলার মিরপুর উপজেলার কবরবাড়িয়া এলাকা থেকে নিহত ছবেলা খাতুন ও মরিয়মসহ চার নারী পাখিভ্যানযোগে টিসিবি পণ্য কিনতে বারুইপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন।

সকাল ১০টার দিকে কুষ্টিয়া মেহেরপুর সড়কের মশান বাজারের কাছে পৌঁছালে পেছন থেকে ধাক্কা দেয় ইঞ্জিনচালিত ট্রলি।

এতে গুরুতর আহত হন পাখিভ্যানের চার যাত্রী। এর মধ্যে মরিয়মকে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আর হাসপাতালে ভর্তির কিছু সময় পর মারা যান ছবেলা খাতুন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত ছবেলা খাতুনের ছেলে আসলাম উদ্দিন জানান, টিসিবি’র পণ্য কিনতে বাড়ি থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন তার মা।

মশান বাজার এলাকায় স্যালোইঞ্জিন চালিত ট্রলির ধাক্কা দেয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য কানিজ ফাতেমা জানান, মঙ্গলবার টিসিবি’র পণ্য দেয়ার নির্ধারিত দিন ছিল।

ছবেলা খাতুন ও মরিয়মসহ চারজন যাচ্ছিলেন ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উদ্দেশ্যে। পরিষদ কার্যালয়ে পৌঁছানোর আগেই তারা দুর্ঘটনার শিকার হন।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু বলেন, সড়কের দুইপাশ প্রশস্ত করা হওয়ায় বাজারের জায়গা কমেছে। দোকানী ও ভ্যান রাখার কারনে মাঝে মাঝেই যানযট লেগে থাকে।

তাছাড়া স্পীডব্রেকার না থাকায় দ্রুতগতিতে যানবাহন চলাচল করে থাকে। একারণেই সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

তবে সড়কের মাঝখান দিয়ে ডিভাইডার দিলে সড়ক দুর্ঘটনা কমবে বলেও মনে করেন তিনি।

কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার জানান, মিরপুর থেকে কয়েকজন সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছেন।

এর মধ্যে দু’জন নারী মারা গেছেন। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় স্যালোইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন।

তাদের উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রলি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ট্রলির চালককেও। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর