কুমিল্লা নামেই বিভাগ হবে: উপদেষ্টা আসিফ

আপডেট: December 1, 2024 |
inbound3720343426637384659
print news

কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা নামেই হবে মন্তব্য করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা বলেছিলেন, কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না। তাই আমি বলে যেতে চাই, কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা নামেই বিভাগ হবে।’

তিনি বলেন, ‘বর্তমান বাংলাদেশ পরিস্থিতিতে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করি এই সরকার সফল হবে, ইনশাআল্লাহ।’

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগরবাসীর আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা আরো বলেন, ‘আমাদের দেশের কিছু রাজনৈতিক দলেরা মনে করে ভারতের আর্শিবাদ ছাড়া ক্ষমতায় আসা যায় না। এটা অত্যন্ত দুঃখজনক। আপনারা যদি তাই মনে করেন তাহলে আমি বলবো, শেখ হাসিনার চেয়ে বেশি কারোর ওপর আর্শিবাদ ছিল না। তারপরও সে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন।’

এ সময় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই কাজী শাহ্ জুন্নুন বসরি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহি উদ্দিন অঞ্জন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পিতা বিল্লাল হোসেন।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নূরুল মোমেন খাঁন, মুরাদনগর উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াছ, সাবেক আমির মনসুর মিয়া, উপজেলা হেফাজত ইসলাম বাংলাদেশের সহ-সাধারণ সম্পাদক মুফতি সাদেকুল ইসলাম, উপজেলার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মজিবুল ইসলাম, ব্যারিস্টার নাছির আলম, জাহের মুন্সী, মনিরুল হক জজ, মিনহাজুল ইসলাম, অ্যাডভোকেট ওবায়দুল্লাহ হক, কামরুল হাছান, সমন্বয়ক তরিকুল ইসলাম প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর