জয়পুরহাটে নিরাপদ সড়ক চাই এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: December 1, 2024 |
inbound7240887013995893848
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে নিরাপদ সড়ক চাই এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি  র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  জেলা প্রশাসকের কার্যালয় সামনে গিয়ে  শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি নূর ই আলম হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)  কে এম এ মামুন খান চিশতি, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, নিরাপদ সড়ক চাই এর সহ সভাপতি বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুল আলীম, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর জামিরুল ইসলাম, তরুণ উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আব্দুল বাতেনসহ রেড  ক্রিসেন্ট, স্কাউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Share Now

এই বিভাগের আরও খবর