ভারতে সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ

আপডেট: December 4, 2024 |
inbound8521516628968510286
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ ভারতের আগরতলা সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরহাট জেলা শহরে এ মিছিল করা হয়েছে।

জয়পুরহাটের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলা শহরের শহীদ ডা: আবুল কাসেম ময়দান থেকে শুরু হয়।

শহরের প্রধান সড়ক দিয়ে বাটারমোড় হয়ে জিরোপয়েন্টে এসে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল হক সানজিদ, কেএম সাজিন, নিয়ামুর রহমান নিবির, রিসালাত হোসেন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহারাফ ইসলাম ইমন, ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের সভাপতি দেওয়ান হাসান, জেলা ছাত্র শিবিরের সাথী সদস্য আবুল বাশার, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে যে ষড়যন্ত্র শুরু করেছে তা আমরা সফল হতে দিব না।

ভারতের দালালেরা, ভারতে পালিয়ে গিয়ে কি ভেবেছে? দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারবে? যারা দেশের দিকে চোখ তুলে তাকাবে, তাদের সেই চোখ তুলে গুটি খেলার সাহস এই বাংলার মানুষেরা রাখে।

বাংলার জনতা মরে যায়নি, এই বাংলার জনতার বুকে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে, ততদিন তারা স্বৈরাচার, দালালের বিরুদ্ধে লড়ে যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর