সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন 

আপডেট: December 5, 2024 |
inbound554671301143421271
print news

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ দৈনিক সংবাদ সারাবেলার বাগেরহাট প্রতিনিধি মোঃ কামরুজ্জামান শিমুলকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে  বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) বাগেরহাট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বাগেরহাট জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল ইমরানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব, সিনিয়র সাংবাদিক মো: আরিফুল ইসলাম আকুঞ্জি, শিহাব উদ্দিন রুবেল, বিএমএসএস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাগর,  বিএমএসএস বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ মিরানুজ্জামান শেখ, মো: ইকরামুল হক রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত মন্ডল,ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক ডেনিয়েল রাজকুমার( সবুজ শিকদার) বিএমএসএস  চিতলমারী উপজেলা সভাপতি তাওহিদুল রহমান বাবু, সহ-সভাপতি সোহেল সুলতান মানু, নির্বাহী সদস্য সাগর মন্ডল, মোঃ মেহেদী হাসান, মো: রাকিবুল ইসলাম, মোঃ হুমায়ুন কবিরসহ বিএমএসএস বাগেরহাট জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের সত্য ঘটনা উপস্থাপন করে থাকে।

সেই সত্য ঘটনাকে কেন্দ্র করে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে হত্যার হুমকি দেয় কথিত এক ছাত্রদল কর্মী।

এক সপ্তাহ অতিক্রম হলেও প্রশাসন এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এমনকি ওই নেত্রীকে দলীয়ভাবেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

তাই দ্রুত সময়ের মধ্যে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আগামীতে দেশব্যাপী কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার কথা বলেন বক্তারা।

Share Now

এই বিভাগের আরও খবর