প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন ফয়েজ আহম্মদ

আপডেট: December 5, 2024 |
inbound3763037673466590831
print news

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের প্রেস উইংয়ের জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাংবাদিক ফয়েজ আহম্মদকে। তিনি বর্তমানে ইংরেজি ‘নিউএজ’ পত্রিকায় কর্মরত।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের তথ্য পাওয়া যায়।

রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ফয়েজ আহম্মেদকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে উপপ্রেস সচিবের শূন্য পদের বিপরীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং-এ ‘সিনিয়র সহকারী প্রেস সচিব’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর