ইউক্রেন যুদ্ধে যেকোনও উপায় ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া

আপডেট: December 7, 2024 |
inbound7592585708474786630
print news

ইউক্রেন যুদ্ধে ‘কৌশলগত পরাজয়’ এড়াতে যেকোনো পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, রাশিয়ার এ পদক্ষেপ সম্পর্কে পশ্চিমাদের ধারণা দিতেই ইউক্রেনে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে মস্কো।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিয়েভ সরকারকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়া যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্রদের বুঝতে হবে যে তারা রাশিয়ার যে কৌশলগত পরাজয়ের কথা বলছে, তা কোনোভাবেই আমরা সফল হতে দেব না।

যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে সের্গেই লাভরভ বলেন, তারা (পশ্চিমা) কোনো দেশ, অঞ্চল, মহাদেশ নির্বিশেষে পুরো বিশ্বের ওপর নিজেদের আধিপত্য ধরে রাখতে লড়াই করে। আর আমরা লড়াই করি আমাদের বৈধ নিরাপত্তা রক্ষার স্বার্থে।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। পরে চলতি বছরের নভেম্বরে পূর্ব ইউক্রেনের নিপ্রো শহরে ‘ওরেশনিক’ নামের নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় মস্কো। ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করতে ওই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রয়োজন পড়লে যুদ্ধক্ষেত্রে এমন অন্যান্য ক্ষেপণাস্ত্র কাজে লাগাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর