গাজীপুর-ঢাকা বিআরটি লেনে এসি বাস চলাচল শুরু

আপডেট: December 15, 2024 |
inbound7608149550117441428
print news

ঢাকা-গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি এসি বাস চলাচল উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে বিজয় দিবস সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালনায় ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস দিয়ে এই সেবা শুরু হল।

ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্পের বিআরটিসি বাস চলাচল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক।

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিআরটিসির এসি বাসগুলো শিববাড়ী টার্মিনাল থেকে বিআরটি লেনে বিমানবন্দর পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার পথে চলাচল করবে।

শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়াও ৭০ টাকা। আর শিববাড়ী থেকে গুলিস্তানের ভাড়া ১৪০ টাকা।

বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, যাত্রীর চাহিদা বাড়লে বাসের সংখ্যাও বাড়বে। বিআরটি লেন দিয়ে কম সময়ে মানুষ যাতায়াত করতে পারবেন।

Share Now

এই বিভাগের আরও খবর