বিজয় দিবসে অসহায় মানুষের পাশে দাঁড়ালো আশা


বিজয় দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা দেশ ব্যাপী ১৫০০০ মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।
তারই অংশ হিসেবে ১৭ ডিসেম্বর আশা ইতনা স্বাস্থ্যসেবা কেন্দ্র, ইতনা লোহাগড়া, নড়াইল এ দিন ব্যাপী বিনামূল্যে রোগী দেখা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ মাপার আয়োজন করে।
৫-১৬ বছর বয়সী ছেলে মেয়েদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোদন করেন আশার রিজিওনাল ম্যানেজার আব্দুর রাজ্জাক, প্রধান অতিথি হিসেবে ছিলেন কাজী এনায়েত হোসেন, হেলথ সেন্টার ইনচার্জ মো: রেজাউল ইসলাম এর নেতৃত্বে দিন ব্যাপী চিকিৎসা সেবা দেওয়া হয়।