সচিবালয়ে আগুনের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন

আপডেট: December 27, 2024 |
inbound8455434839063737902
print news

সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে আগের কমিটি বাতিল করে আট সদস্যের নতুন কমিটি গঠন করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনিকে আহ্বায়ক করে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে আট সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর মনজুর, ঢাকা সেনানিবাসের সিএমটিডি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান রাসেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইয়াসির আরাফাত, বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত।

সদস্য সচিব হিসেবে আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

কমিটিকে অগ্নিকাণ্ডের পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কি না তা উদঘাটনের পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ করতে বলা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর