আ.লীগ এক ফুতেই উড়ে গেছে : জামায়াত আমির

আপডেট: December 31, 2024 |
inbound4981760122719589959
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ডামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুঁতেই উড়ে গেছে। স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের পর্ব শেষ এবার নতুন ধারায় গঠিত হবে লাল সবুজের স্বাধীন বাংলাদেশ।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

inbound7626425179468944621

এসময় তিনি বলেন, স্বৈরাচারী ডামি সরকার আওয়ামী লীগ তাদের শাসনামলে হওয়া খুন, গুম, লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে।

তিনি আরো বলেন,প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে নিয়ে গুজব, মিথ্যাচার ছড়াচ্ছে যা কাম্য নয়। ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়।

১৯৭২ সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংগঠিত সব অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

আওয়ামী লীগ সংখ্যালঘু সংখ্যাগুরু ধোঁয়া তুলে কায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে বাংলাদেশে ইসলামপন্থীদের উপর দায় চাপিয়েছে।

বৈষম্য দূরীকরণ করে সব জেলার উন্নয়ন করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় নেই।

এখানে বৈষম্য করা হয়েছে। আগামী একনেকে ঠাকুরগাঁওয়ের জন্য যেকোনো একটি প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।

এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম ও জেলা জামায়েতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর