জয়পুরহাটে কৃষক দলের উদ্যোগে সমাবেশ

আপডেট: January 1, 2025 |
inbound642537886574199755
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে জয়পুরহাটে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে অংশ হিসাবে এই সমাবেশের আয়োজন করা হয়।

বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ সোনাপাড়া এলাকায় এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক সমবেশে বক্তব্য দেন, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, পাঁচবিবি উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাহিদ হোসেন, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনুল ইসলাম, মোহাম্মদপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কাজি আনিছুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলামসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা কৃষকদের সমস্যা, কৃষি উন্নয়ন, এবং সরকারি সহায়তার বিষয়ে আলোচনা করেন। কৃষক সমাজের উন্নয়নে কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

এ ধরনের সমাবেশ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত হওয়ার প্রেরণা দেবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর