এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ

আপডেট: January 2, 2025 |
inbound8717851438887568451
print news

জানুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (১ জানুয়ারি) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারির (২০২৫) সৌদি সিপি (প্রোপেন ও বুটেন গ্যাসের দাম) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় করা হবে। এই দাম ঘোষণা করা হবে বৃহস্পতিবার বিকেল ৩টায়।

এলপিজির দাম ঘোষণার পাশাপাশি অটোগ্যাসের দামও ঘোষণা করা হবে আজ।

২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম চার দফা কমেছিল এবং সাত দফা বাড়ানো হয়েছিল। তবে ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত রাখা হয়।

গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে দাম বাড়ানো হয়েছিল, আর এপ্রিল, মে, জুন ও নভেম্বরে দাম কমানো হয়েছিল।

Share Now

এই বিভাগের আরও খবর