হাসনাতসহ তিনজনের ফেসবুক আইডি হঠাৎ উধাও

আপডেট: January 2, 2025 |
inbound4693957392967238916
print news

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর ফেসবুক আইডি নষ্ট করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। বুধবার দিবাগত রাতে একটি সংবাদমাধ্যমকে এই তথ্য জানান।

মাহিন সরকার বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত রাফী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েমের ফেসবুক আইডি রিপোর্ট করে নষ্ট করে দেয়া হয়েছে। আমরা আমাদের আইডি নিরাপত্তার জন্য ডিসঅ্যাবলড করে রেখেছি।’

তবে কে বা কারা রিপোর্ট করেছে তা সম্পর্কে কিছু জানাতে পারেননি মাহিন সরকার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডি সচল রয়েছে জানিয়ে মাহিন সরকার বলেন, ‘জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমসহ আমরা আমাদের আইডির নিরাপত্তা স্বার্থে তা ডিসঅ্যাবলড করে রেখেছি।’

তবে বুধবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত আসিফ মাহমুদের আইডি না পাওয়া গেলেও তাঁর পেজটি সক্রিয় পাওয়া গেছে।

এরআগে, বুধবার সন্ধ্যার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়কদের ফেসবুক আইডি ও পেজগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এদিকে, উপদেষ্টা নাহিদের পরামর্শক ফাইজ তাইয়্যেব আহমেদ তাঁর ফেসবুক আইডিতে বুধবার রাত ৯টার দিকে এক স্ট্যাটাসে বলেন, ‘যেসব আইডি ডাউন করা হয়েছে সেগুলোর লিংক দিন।’

Share Now

এই বিভাগের আরও খবর