মহারাজা, তোমায় সালাম : তাসকিনকে বিজয়

আপডেট: January 2, 2025 |
boishakhinews 6
print news

মহারাজা, তোমায় সালাম। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ এভাবেই তাসকিন আহমেদকে সম্মান জানিয়েছেন এনামুল হক বিজয়। বিশ্বাস না হলে ছবিটায় চোখ বোলান। তাহলেই দুর্বার রাজশাহীর অধিনায়কের মতো আপনারও মন চাইবে তাসকিনকে কুর্নিশ করার।

বিশ্ব জয় করে এসে রাজাকে যেভাবে কুর্নিশ করেন সেনাপতি, ঠিক সেভাবেই যেন করলেন বিজয়। ম্যাচে ৭১ রানে অনবদ্য ইনিংস খেলে রাজশাহীকে প্রথম জয় এনে দিলেও রাজশাহীর অধিনায়ক জানেন আজকের নেতা কে? কারণ তার অপরাজিত ইনিংসটি যে তাসকিনের কীর্তির কাছে তুচ্ছ। তাই তো ম্যাচ জয়ের অন্যতম নায়ক হয়েও কুর্নিশ জানাতে ভোলেননি বিজয়। ম্যাচ শেষে যেন সবার পক্ষ থেকে এভাবেই শির নত করে বাংলাদেশি ওপেনার জানালেন, ‘মহারাজা, তুঝে সালাম।

’ তাসকিনের কীর্তিকে সম্মান জানানোর এর থেকে আর উত্তম কোনো উপায় যে নেই।
এমন সম্মান পাওয়া সহজ নয়! প্রতিদিনই তো বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি ম্যাচ হয়। কজনেরই কপালে জোটে তাসকিনের মতো এমন ভাগ্য। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে তো আর ৭ উইকেট নেওয়া চাট্টিখানি কথা নয়।

যেখানে বেঁধে দেওয়া ৪ ওভারের মধ্যে ৪/৫ উইকেট পাওয়াই স্পর্ধা দেখানোর মতো মনে হয়। সেখানে ৭ উইকেট এককথায় অবিশ্বাস্য।
চার-ছক্কার এই যুগে ব্যাটারদের হাতে মার খাওয়া থেকে বাঁচাটাই যখন বোলারদের প্রধান কাজ তখন প্রতিপক্ষের ইনিংসকে ধ্বংসস্তূপে পরিণত করা দারুণ ছাড়া আর কী হতে পারে। তাসকিন অবশ্য আজ প্রতিপক্ষের ইনিংসে তেমন কিছু করেননি। তার প্রমাণ, ঢাকা ক্যাপিটালসের ৯ উইকেট ১৭৪ রান।

এমন রানের ম্যাচেও দুর্দান্ত বোলিংটা অনবদ্য ছাড়া আর কিছুই নয়। যখন সতীর্থরা ওভার প্রতি ১০ রান দিচ্ছেন তখন ব্যাটারদের ওপরই ছড়ি ঘুরিয়ে রেকর্ড গড়লেন তাসকিন।
ইনিংসের শেষ ওভারে তো হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন তাসকিন। তবে জাতীয় দলের সতীর্থ মোস্তাফিজুর রহমান ইয়র্কারটা ঠেকিয়ে দেওয়া তা হয়নি। সঙ্গে বিশ্বের প্রথম বোলার হিসেবে ৮ উইকেট নেওয়ার কীর্তি গড়াও হয়নি। তবে যা হয়েছে তা-ই বা কম কিসের। বিশ্বের প্রথম তিন বোলারের একজনই তো হয়েছেন। ১৯ রানে ৭ উইকেট নিয়ে কলিন অ্যাকারম্যান ও সিয়াজরুল ইদরুসের বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

 

Share Now

এই বিভাগের আরও খবর