জাবিতে মাদক বিরোধী সচেতনতামূলক র‍্যালি ও পথসভা

আপডেট: January 3, 2025 |
inbound6145063479210188486
print news

জাবি প্রতিনিধি: “মাদক নয় মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চাই” এবং মাদক কে লাল কার্ড” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক বিরোধী ও সচেতনতামূলক র‍্যালি ও পথসভা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকাল ৩ টায় লাল সবুজ উন্নয়ন সংঘের ব্যানারে এ র‍্যালি ও পথসভা করে শিক্ষার্থীরা।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে শহীদ মিনারের পাদদেশে শেষ হয়।পরবর্তীতে সেখানেই পথসভা করে তারা।

উক্ত পথসভায় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব বলেন, “আগের প্রশাসনের একটা বড় ব্যর্থতা ছিল তারা শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে ভাবতো না।

আমাদের বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থের বিষয়ে সম্পূর্ণ সচেতন। এমনকি নববর্ষের আগের দিনেও আমাদের প্রক্টরিয়াল টিম সম্পূর্ণ সজাগ ছিল। শিক্ষার্থীবান্ধব মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “কোন দেশের প্রধান শক্তি হলো তার যুবশক্তি। আর যুবশক্তিকে ধ্বংস করার জন্য প্রধান হাতিয়ার হল মাদক।

দেশের অন্যান্য জায়গার মতো বিশ্ববিদ্যালয়ে মাদকের হার অনেক বেশি। ছাত্র জনতার অভ্যস্থানের পরবর্তী সময়ে নতুন ক্যাম্পাস তৈরিতে আমরা সে পথেই এগিয়ে যাচ্ছি। আমরা এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।

আমি ছাত্রদের সকলকে মাদকের বিরুদ্ধে এগিয়ে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।”

সমাপনী বক্তব্যে লাল সবুজ উন্নয়ন সংঘকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, “লাল সবুজ উন্নয়ন সংঘ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব পালন করছে।

এ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছেলে-মেয়ের শিক্ষা জীবন, ব্যক্তি জীবন ও ভবিষ্যৎ আমাদের কাছে আমানত।

আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার এই চাকরি, এই উপার্জনের সততা ও দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য আমি কখনই একজন শিক্ষার্থীকে মাদকাসক্ত হতে দিতে পারিনা।

একজন শিক্ষার্থীর মেধা আর মাদক একসঙ্গে যেতে পারে না, ফলে একজন মেধাবী মাদকাসক্ত দেশের সম্পদ হতে পারে না।

তাই দল-মত নির্বিশেষে সকলে এ ধরনের সামাজিক সংগঠনের সাথে একাত্মতা পোষণ করে নিজেকে মাদকমুক্ত করুন এবং অন্যকে মাদকমুক্ত রাখুন।”

এ ছাড়াও উক্ত পথসভায় বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থীরা।

Share Now

এই বিভাগের আরও খবর