সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে: রিজভী

আপডেট: January 14, 2025 |
inbound3020454536339457517
print news

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রিজভী আরও বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন, তবে সেগুলোর বাস্তবায়নে দেরি করা উচিত হবে না এবং দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।

তিনি বলেন, ১৭ বছর ধরে দেশের মানুষ ভোট দেওয়া থেকে বিরত রয়েছে, আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে জনগণ উদগ্রীব।

তিনি আরও বলেন, বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল শেখ হাসিনা। ভারতের সম্পর্ক ছিল হাসিনার সঙ্গে বাংলাদেশের সঙ্গে নয়।

একইদিনে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন এবং চলতি বছরের মাঝামাঝি সময়ে, বিশেষত জুলাই-আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেন।

Share Now

এই বিভাগের আরও খবর