জাবিতে ‘অনলাইন ভর্তি কার্যক্রম সফটওয়্যারের ব্যবহার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: January 16, 2025 |
inbound1790713712331465940
print news

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কার্যক্রমে সফটওয়্যারের ব্যবহার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় আইকিউএসি অফিসে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

উদ্বোধনকালে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।

ভর্তি পরীক্ষা কার্যক্রমে সফটওয়্যারের ব্যবহার অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়নের সূচনা। যে কোনো কাজে দক্ষতা অর্জন খুব জরুরি এবং এক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ কর্মশালার সফলতা প্রত্যাশা করে।’

তিনি আরও বলেন, ‘অটোমেশন করা সম্ভব হলে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপকৃত হবে। অটোমোশনে সেবা দিতে সময় কম লাগবে পাশাপাশি পরিশ্রমও কমে আসবে। এতে প্রশাসন ও শিক্ষার্থী উভয়ই উপকৃত হবে।’

উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহম্মদ আলী রেজা এবং ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফ।

এছাড়াও আইকিইউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নঈম আজিজ আনসারী, অধ্যাপক ড. শামীম আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর