বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে শহীদ আবু সাঈদ কর্ণার উদ্বোধন

আপডেট: January 17, 2025 |
inbound5036903392376019003
print news

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) কেন্দ্রীয় লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারে শহীদ আবু সাঈদ কর্ণারের উদ্বোধন করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ আবু সাঈদের নামে গড়ে তোলা এই কর্ণার উদ্বোধন করা হয় আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি, ২০২৫) সন্ধ্যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্ণারের উদ্বোধন করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মাহমুদ ওসমান ইমাম, বেরোবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোঃ তানজিউল ইসলাম, লাইব্রেরির গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামান, উপ-গ্রন্থাগারিক মোঃ মামদুদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, “কেন্দ্রীয় লাইব্রেরিতে শহীদ আবু সাঈদ কর্ণার সৃষ্টির মাধ্যমে জুলাই বিপ্লবের বীরত্বগাঁথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে।

এটি শিক্ষার্থীদের মধ্যে শহীদের অবদান সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করবে এবং তাঁদের অনুপ্রাণিত করবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের আত্মত্যাগ আমাদের একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে।

সকল শহীদের ত্যাগ তখনই সার্থক হবে, যখন আমরা দেশ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে একযোগে কাজ করব।”

শহীদ আবু সাঈদ কর্ণার প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনের ইতিহাস সংরক্ষণের পাশাপাশি গবেষণা ও পাঠদানের জন্য একটি অনন্য সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

Share Now

এই বিভাগের আরও খবর