বগুড়ায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় অসহায় শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৮ জানুয়ারি (শনিবার) সকালে বগুড়া জেলা শহরের ১৬ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর আয়োজনে দুই শতাধিক অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বগুড়া শহর জামায়াতের প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার বজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের সমাজ সেবা সম্পাদক আব্দুল হামিদ বেগ। শহর ১৬ নং ওয়ার্ডের সভাপতি রেজাউল করিম রেজা,মশিউর রহমান, সাজ্জাদ হোসেন লেমনসহ প্রমূখ।
অপর দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর ৭ নং ওয়ার্ডের উদ্যোগে পিটিআই মোড় এলাকায় শতাবধি মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন।
এসময় উপস্থিত ছিলেন ইলিয়াস মাগদুম,ফিরোজ আহম্মেদ, রিপন হোসনসহ প্রমূখ।