জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে  ৩১ টি ষাড় গরু বিতরন

আপডেট: January 20, 2025 |
inbound7070076379767308456
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ৩১ টি ষাড় গরু বিতরন করা হয়েছে।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা ১২ টায় জয়পুরহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর  সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে এসব গরু বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ জিয়াউর রহমান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান, প্রথম ধাপে ৩৩ টি গরু বিতরণের কথা থাকলেও গরু গুলো নির্ধারিত মানের না হওয়া ২ টি গরু রেখে বাকিগুলো ফেরত দেওয়া হয়েছিল।

আজকে ৩১ টি গরু বিতরণ করা হয়েছে সেগুলো টেন্ডার শিডিউল অনুযায়ী ভালো মানের গরু আমরা বুঝে পেয়েছি।

তারপরও কোন গরুর সমস্যা থাকলে তা আমাদের দপ্তর থেকে সেগুলোর চিকিৎসা করা হবে এবং ১ মাসের মধ্যে কোন গরু মারা গেলে তার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য গরু দেওয়া হবে।

সদর উপজেলায় মোট সুফলভোগীর সংখ্যা ২০৬৯ জন।এ পর্যন্ত অনুদান বিতরণ করা হয়েছে ১২৯৬ টি।

Share Now

এই বিভাগের আরও খবর