জাবি চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি জহিরুল সাধারণ সম্পাদক অর্ণব

আপডেট: January 28, 2025 |
inbound7921955217543885689
print news

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি জহিরুল ইসলাম মির্জা ( আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ-৪৯) ও সাধারণ সম্পাদক শাবাব সবুজ অর্ণব (ইতিহাস -৫০)।

সোমবার (২৭ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টামন্ডলী ও সাবেক সভাপতি সাধারণ সম্পাদকদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির সহ-সভাপতি পদে রয়েছেন: নাদিম মাহমুদ, আবু রুম্মান, মোঃ মাসুদ রানা, মোঃ সালাউদ্দিন, লামিয়া ইসলাম প্রত্যাশা, জান্নাতুল নাঈম শাহরিন, কাশপিয়া তাহসিন, আয়শা সিদ্দিকা খান সায়মা, জান্নাতুল ফেরদৌস সামিরা, মাহিব আহমেদ চৌধুরী প্রমুখ।

সংগঠনটির সভাপতি জহিরুল ইসলাম মির্জা বলেন, চাঁদপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ধরে রাখতে এই কমিটি অগ্রনী ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠালগ্ন থেকে আমাদের সংগঠন অত্যন্ত আন্তরিকতার সাথে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় হেল্প ডেস্ক কার্যক্রম , শিক্ষার্থীদের কল্যানে সর্বাত্মক সহযোগিতাসহ সমসাময়িক বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহন করে থাকে।’

‘আমাদের নতুন কমিটির কিছু পরিকল্পনা আছে আগামী এক বছরের জন্য যেমন- চাঁদপুর জেলা থেকে আগত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি চালু করা , আনন্দ ভ্রমণ এবং শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার বিষয়ক কর্মশালায় আয়োজন করা। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণ।’

সাধারণ সম্পাদক শাবাব সবুজ অর্ণব বলেন,” সংগঠনটির কার্যক্রম আমরা আরো বিস্তৃত শিক্ষার্থী বান্ধব করতে চাই, এবং শিক্ষার্থীদের যেকোন বিপদকালীন সংকটে আমরা তাদের পাশে থাকবো।

Share Now

এই বিভাগের আরও খবর