বগুড়ার শিবগঞ্জ থেকে আলু -কপি সহ বিভিন্ন সবজি রপ্তানি

আপডেট: January 28, 2025 |
inbound7829735639782880677
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থেকে আলু কপি সহ বিভিন্ন সবজি মালয়েশিয়া
দুবাই ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে রপ্তানি করছেন ব্যবসায়ীরা।

উপজেলা সদরের নাগরবন্দর এলাকার অবস্থিত মেসার্স সাজিদ ট্রেডার্স এর প্রোঃ মোঃ সাগর ফকির যাবতীয় কাঁচাপাকা মালের আড়ৎ থেকে আলু,বাঁধাকপি,মিষ্টিকুমড়া, কাঁচামরিচ,,টমেটো সহ বিভিন্ন প্রজাতির সবজি মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, সৌদি, নেপাল, শ্রীলংকা, বাহরাইন সহ ১০টি দেশে রপ্তানি করে থাকেন।

গতকাল ২৭ জানুয়ারি (সোমবার) মালামাল সরবরাহ ও বিদেশে রপ্তানী কার্যক্রম নাগর বন্দরে মেসার্স সাজিদ ট্রেডার্স, বাররুন এগ্রো ফার্মা এগ্রো ক্রোপকেয়ার চত্বরে এ রপ্তানী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রপ্তানি কার্যকমের উদ্বোধন করেন বাররুন গ্রুপ অব কোম্পানির প্রতিনিধি এক্সিকিউটিভ অফিসার মোঃ সাদেকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সাজিদ ট্রেডার্স এর প্রোঃ সাগর ফকির শিবগঞ্জ সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ,আকতারুজ্জামান মিল্টন, প্রভাষক কাউছার, ম্যানেজার সুজন মিয়া, রিজ্জাকুল ইসলাম, তাজুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে সাগর ফকির বলেন, আমার প্রধান কার্যালয় বগুড়ার শিবগঞ্জে। আমি আমার প্রতিনিধি দ্বারা বগুড়া-রংপুর, দিনাজপুর,ঠাকুরগাঁ,পঞ্চগড়, জয়পুরহাটসহ বিভিন্ন এলাকা থেকে আলু,চাপাইনবাবগঞ্জ থেকে মিষ্টিকুমড়া, জামালপুর সরিষাবাড়ি থেকে কাঁচামরিচ,বগুড়া-চুয়াডাঙ্গা, মেহেরপুর থেকে বাঁধাকপি, পাবনা থেকে টমেটো সংগ্রহ করে বিভিন্ন দেশে রপ্তানী করে থাকি।

তিনি আরও বলেন,চলতি বছরে ২৮হাজার টন আলু,৩ হাজার টন বাঁধাকপি,২৬ শত টন মিষ্টিকুমড়া, ২শত টন টমেটো, রপ্তানি করা হয়েছে।

সরকারের সার্বিক সহযোগিতা পেলে আমি আগামীতে এই এলাকার সাধারণ কৃষকেরা যাতে ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে কাজের মাধ্যমে সকলের সেবা করে যেতে চাই।যাতে আগামীতে আরো সবজি মালামল রপ্তানি করতে পারি।

Share Now

এই বিভাগের আরও খবর