পীরগঞ্জে ২৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ০২

আপডেট: February 1, 2025 |
inbound7826957682953949035
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ২৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১লা ফেব্রুয়ারি (শনিবার) উপজেলার ০৯ নং সেনগাও ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকায় পীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ফয়জুল ইসলাম ওরফে গোয়াল ও ফেরদৌস আলম নামে দুই মাদক কারবারিকে ২৫০ (দুইশত পঞ্চাশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উপদইল মধ্যপাড়া এলাকার মৃত চয়েন মোহাম্মদের ছেলে ফেরদৌস আলম (২২) এবং দস্তমপুর গোয়ালপাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে ফয়জুল ইসলাম ওরফে গোয়াল (৩৫)।

থানা সূত্রে জানা যায় যে, ঠাকুরগাঁও পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পীরগঞ্জ থানাধীন ০৯ নং সেনগাও ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকায় পীরগঞ্জ থানা চৌকস টিম কর্তৃক ফয়জুল ইসলাম ওরফে গোয়াল ও ফেরদৌস আলম নামে দুই মাদক কারবারিকে ২৫০ (দুইশত পঞ্চাশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে ছাড় নয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর