গাজীপুরে মার্কেটে আগুন

আপডেট: February 3, 2025 |
inbound5456028877637824744
print news

মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় ঢাকা রোডে সোমবার বেলা সাড়ে তিনটার দিকে আনোয়ারা বেগম মার্কেটে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের পৌনে এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে।

স্থানীয়রা জানান, টিনের ছাওনিযুক্ত আধাপাকা মার্কেটটিতে কয়েকটি দোকান ছিল। দোকান গুলোতে গ্যাসের চুলা, গ্যাসের চুলার বিভিন্ন খুচরা মালামাল, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল বিক্রি করা হতো।

বিকাল সাড়ে তিনটার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকান গলিতে ছড়িয়ে পড়ে।

ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের পাশে ব্যস্ততম স্থানে ওই মার্কেটে আগুন লাগার ফলে ওই মহাসড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে ঢাকা মুখি সমস্ত গাড়িকে জয়দেবপুর সড়ক ব্যবহার করে উড়াল সড়ক দিয়ে ঢাকার দিকে চলে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, সাড়ে তিনটার কিছু সময় পর আগুন লাগার খবর পেয়ে প্রথমে ভোগড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেন।

পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিটসহ পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

এক ঘন্টার চেষ্টা বিকেল সোয়া চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়—ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর