তারুণ্যের উৎসবের সমাপনী কনসার্টে আর্টসেল ও নগর বাউল

আপডেট: February 12, 2025 |
boishakhinews 9
print news

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে ‘তারুণ্যের উৎসব’। ১১ থেকে শুরু হয়ে এটি শেষ হচ্ছে ১৩ ফেব্রুয়ারি। মেলা, ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেমিনারসহ নানামাত্রিক আয়োজনে সাজানো এই উৎসবের সমাপনী চমক হিসেবে থাকছেন কিংবদন্তি ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস ও তার দল। জেমস-এর ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, উৎসবের সমাপনী আসরে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় থাকছে নগর বাউল চমক। উল্লেখযোগ্য বিষয়, কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত। জানা গেছে, একই মঞ্চে থাকছেন ব্যান্ড আর্টসেলও। ‘তারুণ্যের উৎসব’ আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদফতর। এবারের উৎসবের শ্লোগান ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।

 

Share Now

এই বিভাগের আরও খবর