কুষ্টিয়ায় স্কুলছাত্র নিহত, ঘাতক ট্রলিতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

আপডেট: February 17, 2025 |
inbound7124505541887801403
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় ইব্রাহিম আলী (৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় প্রতীতি বিদ্যালয়ের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় ট্রলিটি ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা
নিহত ইব্রাহিম কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার রুহুল আমিনের ছেলে।

সে প্রতীতি বিদ্যালয়ের প্লে শ্রেণির ছাত্র। এতে গুরুতর আহত হয়েছেন তার দাদি আনোয়ারা খাতুন। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালের নিজ বাড়ি থেকে দাদির সঙ্গে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় ইব্রাহিম।

স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির বালুবোঝাই ট্রলির ধাক্কায় ইব্রাহিম ও তার দাদি আনোয়ারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা ইব্রাহিমকে মৃত্যু ঘোষণা করেন। তার দাদি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ দুর্ঘটনা পর ট্রলি ফেলে চালক পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রলি ভাঙচুর করে ও আগুন জ্বালিয়ে দেয়। একই সঙ্গে সড়ক অবরোধ করে নিরাপদ সড়কের দাবি জানান। এতে যানজট সৃষ্টি হয়।

পরে পুলিশ, প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং সদস্যরা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের দল গাড়ির আগুন নিভিয়ে দেন।

পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা সড়কে যানবাহন চলাচলের জন্য সড়ক ফাঁকা করে দেন এবং যানচলাচল স্বাভাবিক করেন।

এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, বালুবাহী ট্রলির ধাক্কায় ইব্রাহিম নিহত হয়েছেন।

তার দাদি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘাতক চালক পলাতক। তবে হেলপারকে আটক করেছে পুলিশ।

Share Now

এই বিভাগের আরও খবর