কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ


জাবি প্রতিনিধি: কুয়েটে শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসী নিয়ে ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল জাবি শিক্ষার্থীরা।
মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।
এসময় তাদেরকে, ‘লীগ গেছে যে পথে, দল যাবে সেই পথে,’ টেম্পু না শিক্ষা, শিক্ষা শিক্ষা,’চাঁদাবাজি না শিক্ষা, শিক্ষা শিক্ষা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ‘সন্ত্রাস করে দুই দল, লীগ আর ছাত্রদল,’ছাত্রদল হামলা করে, ইন্টেরিম কি করে,’ আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে,’কুয়েটের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই,’ জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস,’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিল শেষে বটতলায় একটি বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।
এসময় বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সচিব তৌহিদ সিয়াম বলেন, একদল ক্ষমতায় না গিয়েও একদল যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে, তাতে বোঝা যায় ক্ষমতায় গেলে তারা কি করতে পারে।
চব্বিশে দুই হাজার শিক্ষার্থীর জীবন, রক্ত আর পঙ্গুত্বের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে আবার কেউ এসে শিক্ষার্থীদের ওপর হামলা করবে, তাদের কোপাবে এইগুলা দেখার জন্য না।
আমরা পৃথিবীর অন্যতম শক্তিশালী স্বৈরশাসককে ছত্রিশ দিনে বিতাড়িত করেছি, এই ছাত্রদল বিএনপির সন্ত্রাসীদেরকে বিতাড়িত করতে ছত্রিশ মিনিটও সময় নিবেনা ছাত্রসমাজ।
আপনারা গণমানুষের রাজনীতি করুন, ছাত্রসমাজের পাশে থাকেন অন্যথায় আমরা আপনাদেরকে চব্বিশের রাজাকার বলে চিহ্নিত করবো।
গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, কুয়েটে যখন আমার ভাইদের রক্তাক্ত ছবি দেখি, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়।
একটি ক্ষমতালোভী দল তাদের পেশিশক্তির রাজনীতি করার জন্য শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে আজকে তাদের ক্ষমতা চর্চার প্রথম ধাপ তারা মানুষের নিকট উপস্থাপন করেছে।
আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আপনাদের এই ঘৃণিত কর্মকাণ্ড চালু রাখেন তাহলে আপনাদেরকেও লীগের মত বিতাড়িত করতে আমরা বিন্দুমাত্র সময় নিবোনা।
আজ শিক্ষার্থীরা সন্ত্রাসী হামলায় আহত হলেও একটি মহল নিশ্চুপ, আজ তাদের চেতনায় আঘাত লাগেনি, সেই বিশেষ মহলকে পক্ষপাতিত্বের রাজনীতি থেকে ফিরে আসার।